বাচ্চাদের পায়খানা না হলে ঔষধ

বাচ্চাদের পায়খানা না হলে ঔষধ

বাচ্চাদের পায়খানা না হলে ঔষধ ব্যবহার করে খুব দ্রুত পায়খানা নরম করে বাচ্চাদের পায়খানা স্বাভাবিক করা সম্ভব। তবে বাচ্চাদের পায়খানা না হলেও ঔষধ প্রথম দিকেই ব্যবহার করা উচিত নয়।

প্রথম দিকে বাচ্চাকে ফাইবার বা আঁশ যুক্ত খাবার খাওয়াতে হবে পর্যাপ্ত পরিমাণ এতে বাচ্চার পায়খানা স্বাভাবিক হবে।

বাচ্চাদের পায়খানা না হলে যে ওষুধটি ব্যবহার করতে হয় সেটি মলদ্বারে বা পায়ু পথে ব্যবহার করতে হয়। বাচ্চাদের পায়খানা না হলে ঔষধের নাম গ্লিসাপ ১.১৫ (Glysup 1.15), এই ওষুধটি স্কয়ার কোম্পানির।

প্রতি 24 ঘন্টার মধ্যে একটি করে এই ঔষধ ব্যবহার করা যায় বাচ্চাদের পায়খানা না হলে। এই ওষুধ মলদ্বারে দিয়ে ৫-১০ মিনিট রাখার চেষ্টা করতে হবে।

তারপর কিছু সময়ের মধ্যে বাচ্চার শব্দ পায়খানা নরম করবে এই ওষুধ এরপর বাচ্চার পায়খানা স্বাভাবিক হয়ে যাবে। তবে বাচ্চাদের পায়খানা না হলে এই ওষুধ ব্যবহারের জন্য ডাক্তারের পরামর্শ নেয়া প্রয়োজন।

Next Post Previous Post